সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পোল্যান্ডের কাছে ক্ষমা চাইলেন জার্মানির প্রেসিডেন্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্বরতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পোল্যান্ডে নাৎসি বর্বরতার জন্য ক্ষমা চেয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টায়ানমার। ৮০ বছর আগে, ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ডের ভিয়ালুন শহরে বোমা মেরেছিল জার্মান বাহিনী। ওই ঘটনা স্মরণে গতকাল শহরটিতে এক অনুষ্ঠানে যোগ দিতে অন্য বিশ্বনেতাদের সঙ্গে স্টায়ানমারও এখন পোল্যান্ডে অবস্থান করছেন। জার্মানির প্রেসিডেন্ট আট দশক আগের ওই হামলার  পেছনে থাকা ‘নির্মূল করে দেওয়ার আকাক্সক্ষার’ তীব্র নিন্দা জানান। তিনি পোল্যান্ডবাসীর উদ্দেশে বলেন, ‘জার্মান নিপীড়নে ক্ষতিগ্রস্তদের জন্য মাথা নোয়াচ্ছি আমি। ক্ষমা চাইছি।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে গতকাল স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওই স্মরণানুষ্ঠান শুরু হয়।

সর্বশেষ খবর