সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
হংকং উত্তপ্ত

বিক্ষোভকারীদের পেটাল পুলিশ

দিন দিন হংকংয়ের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। ১৩ সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলন রুখতে অবশেষে কঠোর হচ্ছে প্রশাসন।  বিক্ষোভ চলাকালে গতকাল হংকংয়ের পুলিশ কয়েকটি মেট্রো স্টেশনে ঢুকে সন্দেহভাজন আন্দোলনকারীদের বেধড়ক পিটিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ট্রেনযাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহারের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, ‘উগ্র প্রতিবাদকারীরা’ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে এমন খবর পেয়েই তারা ঘটনাস্থলগুলোতে গিয়েছিলেন।

সর্বশেষ খবর