মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাহামাসে ৩০০ কিলোমিটার গতির ডোরিয়ানের আঘাত

বাহামাসে ৩০০ কিলোমিটার গতির ডোরিয়ানের আঘাত

স্যাটেলাইটে হারিকেন ডোরিয়ানের চোখ

ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাহামাসের গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে তান্ডব চালিয়েছে পাঁচ মাত্রার হারিকেন ডোরিয়ান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে আটলান্টিক অঞ্চলের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। আর বাহামাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন। রয়টার্স জানিয়েছে, রবিবার রাতে আবাকো দ্বীপের এলবোকে এলাকা দিয়ে ডোরিয়ান যখন স্থলভাগে উঠে আসে, তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। এ সময় প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ¡াসে উপক‚ল প্লাবিত হয় বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে। বিবিসি জানিয়েছে, প্রলয়ঙ্করী এ হারিকেনের তান্ডবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ¡াস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা। বাহামা দীপপুঞ্জের ৭০০ দ্বীপের অধিকাংশেই বিদ্যুৎ চলে গেছে ও ইন্টারনেটে প্রবেশ সীমিত হয়ে পড়েছে বলে জানা গেছে। হতাহতের তাৎক্ষনিক কোন খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর