বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

একদিকে পুলিশ অন্যদিকে জঙ্গি!

সংকটে কাশ্মীরের ব্যবসায়ীরা

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতের  কেন্দ্রীয় সরকার। এরপর থেকে জম্মু ও কাশ্মীর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আর এ অবস্থায় নিষেধাজ্ঞার কবলে পড়ে রীতিমতো উভয় সংকটে পড়েছেন কাশ্মীরি ব্যবসায়ীরা। কারণ তারা একদিকে জঙ্গিদের অন্যদিকে পুলিশের চাপের মধ্যে রয়েছেন। কাশ্মীরি ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা চলাকালীন সকাল ছয়টা থেকে আটটা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রাস্তার ধারে পসরা নিয়ে বসছিলেন। কিন্তু এতে বাধা দিচ্ছে পুলিশ। এখন সকাল এবং সন্ধ্যার বদলে দুপুরে দোকানপাট খুলতে নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের ধারণা, দুপুরেও দোকানপাট খোলা থাকলে বোঝানো যাবে যে, উপত্যকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকালে দোকান খোলায় শ্রীনগরের বাটামালু এলাকা থেকে ৪ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আবার সন্ধ্যায় দোকান খোলায় কামারওয়ারি এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। কাশ্মীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক কর্মকর্তা বলেন, দুপক্ষের টানাপড়েনের মধ্যে পড়েছি আমরা।

সর্বশেষ খবর