শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
কাশ্মীর সমস্যা

বন্দি মেহবুবার সঙ্গে দেখা করবেন মেয়ে

বন্দি মেহবুবার সঙ্গে দেখা করবেন মেয়ে

মেহবুবা মুফতি - সানা ইলতিজা

জম্মু ও কাশ্মীরের কারাবন্দী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন তার মেয়ে সানা ইলতিজা জাভেদ। সানাকে কাশ্মীরে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমোদন দেওয়া হবে বলে গতকাল জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। সানার এক আবেদনের জবাবে সর্বোচ্চ আদালত এ সিদ্ধান্ত জানায়। এক মাস ধরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না এবং তিনি তার মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন বলে ওই আবেদনে আদালতকে জানিয়েছিলেন সানা। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল ও ওই অঞ্চলকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অংশে রূপান্তরিত  করার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে, কোনো ধরনের ঝামেলা বা প্রতিবাদ এড়াতে, ভারতীয় কর্তৃপক্ষ আগস্টের প্রথম দিকে আরও কয়েক শ রাজনীতিকের সঙ্গে  মেহবুবা মুফতিকেও গ্রেফতার করে। এরপর থেকে সানা আর তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

সর্বশেষ খবর