শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনের সম্মতিতে প্রত্যর্পণ বিল প্রত্যাহার : লাম

হংকংয়ের চরম বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা গত পরশু দিয়েছের অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম। গতকাল তিনি জানান, মূলত চীন সমর্থনের পরই এই বিল প্রত্যাহারের ঘোষণা তিনি দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে গতকাল ক্যারি লাম বলেন, পুরো প্রক্রিয়াজুড়ে... প্রাথমিকভাবে বিল এগিয়ে নেওয়া থেকে শুরু করে প্রত্যাহার করে নেওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার আমার মতামতকে শ্রদ্ধা দেখিয়েছে আর সবসময়ই সমর্থন দিয়েছে। এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইনব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত এপ্রিলে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল প্রণয়ের উদ্যোগ নেওয়া হলে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। গত ৯ জুন থেকে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে।

সর্বশেষ খবর