শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

৩৬০ কোটি ডলার পেলেন ট্রাম্প

মেক্সিকো সীমান্তে দেয়াল গড়তে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন পাননি। তবে দেয়াল গড়ার কাজে ৩৬০ কোটি ডলার জোগাড় হয়ে গেছে। সামরিক খাত থেকে ব্যয় কমিয়ে এই অর্থ দিচ্ছে পেন্টাগন। প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার জানান, সীমান্তে দেয়াল তুলতে খরচ করার জন্য সেনাবাহিনীর ১২৭টি প্রকল্প থেকে এই ৩৬০ কোটি ডলার অনুমোদন হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণে ২৮২ কিলোমিটার দীর্ঘ এ দেয়াল গড়া হবে। এদিকে সেনাবাহিনীর অনেকগুলো প্রকল্পের টাকা এভাবে যুক্তরাষ্ট্র- মেক্সিকো সীমান্তে দেয়াল গড়ায় ব্যয় করার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট  নেতা চাক শুমার বলেছেন, ‘এটি (অর্থ অনুমোদন)  সেনাবাহিনীর সদস্যদের গালে থাপ্পড়।’

সর্বশেষ খবর