শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিধানসভায় মারামারি সামলাতে ওয়েলে নামলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। কাটমানি নিয়ে চাকরিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে বিধায়ক প্রতিমা রজকের প্রশ্নে তুলকালাম কা- ঘটে বিধানসভায়। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে যান কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। চলে হাতাহাতি। বিধানসভায় পরিস্থিতি সামলাতে ওয়েলে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভার ইতিহাসে প্রথমবার ওয়েলে নেমে হাতাহাতি থামালেন খোদ মুখ্যমন্ত্রী। অধিবেশন চলাকালীন উত্তরবঙ্গ পরিবহন সংস্থায় নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। টাকার বিনিময়ে এনবিএসটিসি-তে স্থায়ী সরকারি চাকরি মিলছে কিনা, সে ব্যাপারে প্রশ্ন তোলেন প্রতিমা রজক। বিধানসভায় দাঁড়িয়েই তিনি অভিযোগ করেন, টাকা নিয়ে চাকরিতে নিয়োগ চলছে। এ নিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে  তুমুল বিতন্ডা শুরু হয়। এরপর তৃণমূল বিধায়ক অমল আচার্যের সঙ্গে হাতাহাতি বেধে যায় কংগ্রেস বিধায়ক কমলেশের। ওই পরিস্থিতিতে ওয়েলে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওয়েলে নেমে পরিস্থিতি সামাল দেন তিনি। গন্ডগোল শান্ত হওয়ার পর কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।

সর্বশেষ খবর