শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ট্রাম্পের কাছে অভিযোগ

পাদ্রির বিরুদ্ধে মিয়ানমার বাহিনীর মামলা

মিয়ানমারের সামরিক সরকার খ্রিস্টানদের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির এক খ্রিস্টান ধর্মীয় নেতা। এ কারণে তার বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিরা গত জুলাই মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে মিয়ানমারের কাচিন রাজ্যের খ্রিস্টান নেতা হাকালাম স্যামসন উপস্থিত ছিলেন। ট্রাম্পকে তিনি বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী খ্রিস্টানদের নির্যাতিত করছে। সপ্তাহখানেক আগে মিয়ানমারের সেনাবাহিনী স্যামসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এ মামলার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলছে ‘এই মামলার মাধ্যমে অন্যায়ভাবে তার বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা চলছে।

 স্যামসনকে গ্রেফতারের সিদ্ধান্ত হলে তা ‘খুবই উদ্বেগের’ হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর