সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকং ‘স্বাধীন করতে’ ট্রাম্পকে অনুরোধ বিক্ষোভকারীদের

হংকং ‘স্বাধীন করতে’ ট্রাম্পকে অনুরোধ বিক্ষোভকারীদের

বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষণার পরেও হংকংয়ে আন্দোলন থামছে না -এএফপি।

যুক্তরাষ্ট্রের পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে মুখর হংকংয়ের কয়েক হাজার বিক্ষোভকারী এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীন নিয়ন্ত্রিত এ শহরটি ‘স্বাধীন করতে’ অনুরোধ জানিয়েছেন। টানা তিন মাসের ধারাবাহিকতায় গতকালও আন্দোলনকারীরা সড়কে নেমে হংকংয়ের বেইজিংঘনিষ্ঠ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তীব্র গরমে ছাতা হাতে থাকা বিক্ষোভকারীরা এদিন পুলিশের পাশে দাঁড়িয়েই মার্কিন পতাকা ও গণতন্ত্রের আকুতি জানানো প্লাকার্ড নাড়িয়ে তাদের চীনবিরোধী অবস্থান ব্যক্ত করেন। মার্কিন কনস্যুলেটে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেওয়ার আগে তারা ‘স্বাধীনতার জন্য লড়ো, হংকংয়ের পাশে দাঁড়াও’, ‘বেইজিংকে প্রতিরোধ কর, হংকং স্বাধীন কর’ স্লোগানও দেয়। গত মাসে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর আগেই হংকংয়ের সংকট ‘মানবিক উপায়ে’ সমাধানের জন্য চীনকে পরামর্শ দিয়েছিলেন। অবশ্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট হংকংয়ের এ বিক্ষোভকে ‘দাঙ্গা’ অ্যাখ্যা দিয়ে একে চীনের নিজস্ব ব্যাপার বলেও অভিহিত করেছিলেন। ১৯৯৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনব্যবস্থা থেকে মুক্ত হওয়া হংকংয়ের বিক্ষোভ প্রশমনে চীনকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক অ্যাস্পারও।

সর্বশেষ খবর