সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইসরোর সঙ্গে কাজ করতে চায় নাসা

ভারতের চন্দ্রাভিযান শতভাগ সফল না হলেও দেশটির প্রচেষ্টা নজর কেড়েছে আন্তর্জাতিক স¤প্রদায়ের। ইতিমধ্যে মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজেদের এমন আগ্রহের কথা জানায় সংস্থাটি। টুইটে বলা হয়, ‘মহাকাশ খুবই চ্যালেঞ্জিং জায়গা। চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) চন্দ্রযান-২ অবতরণ প্রচেষ্টার প্রশংসা করছি। আপনারা আমাদের উৎসাহিত করেছেন। আশা করি ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করব।’ চাঁদের দক্ষিণ মেরুতে এখনো কোনো অভিযান হয়নি। সেখানেই কাজ করার কথা চন্দ্রযান-২-এর। কিন্তু চাঁদে অবতরণের সঙ্গে সঙ্গে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় নভযানটির।

তবে গতকাল ইসরো থেকে জানানো হয়েছে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম   চাঁদের পিঠে যেখানে পড়েছে, সেই জায়গাটি শনাক্ত করা গেছে। ইসরোর চেয়ারম্যান কে শিভান গতকাল বলেছেন, চাঁদ ঘিরে ঘুরতে থাকা চন্দ্রযানের অরবিটার হারিয়ে যাওয়া বিক্রমের একটি থার্মাল ইমেজও পাঠিয়েছে।

সর্বশেষ খবর