সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনআরসির পেছনে রাজনৈতিক চাল

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

নাগরিকপঞ্জির নবায়ন সম্পূর্ণ হয়েছে। আসামের নাগরিকত্বের জন্য আবেদন করে ছিলেন তিন কোটি ১১ লাখ মানুষ। চ‚ড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন। সংযোজন আর বিয়োজন তালিকার অঙ্ক যোগ করলে দাঁড়ায় ৩৩,০২৭,৬৬১ (৩.৩ কোটি) অর্থাৎ মোট আবেদনকারী। চ‚ড়ান্ত খসড়া তালিকাচ্যুত নাম আর পরবর্তীতে নাম কর্তন তালিকার অঙ্ক দাঁড়িয়েছিল ৪১ লাখের কিছু বেশি। প্রশ্ন হলো সেই একচল্লিশ লাখের মধ্যে কতজনের নাম তালিকায় উঠেছে আর কতজনের নাম পরবর্তী পর্যায়ে তৃতীয় ব্যক্তির তোলা আপত্তি গ্রাহ্য হওয়ায় বাদ পড়ল, এনআরসি কর্তৃপক্ষ এবং সুপ্রিম কোর্ট ছাড়া কারও কাছে সে তালিকা নেই। বাদ পড়েছে সর্বমোট ১৯ লাখ, এটাই জ্ঞাত। এবার ট্রাইব্যুনাল নির্ধারণ করবে তারা বিদেশি কি না।

তবে বিশ্লেষকরা বলছেন, এই পঞ্জির সবচাইতে বড় ত্রুটি, যারা প্রমাণপত্রের অভাবে আবেদনই করতে পারেননি, তাদের হিসাবের বাইরে রাখা হয়েছে। শোনা যায় এদের মধ্যে বিরাট অংশ মুসলমান। এখন, ঘোষিত বিদেশির লিগ্যাসিনির্ভর, ভাইবোন, পুত্র-কন্যা, নাতি-নাতনিদের মতো বহু মানুষকে এনআরসির জন্য আবেদনই করতে দেওয়া হয়নি। ইন্ডিয়ার একপ্রেসের এক বিশ্লেষণে বলা হয়েছে আসলে এনআরসির পেছনে ছিল রাজনৈতিক চাল। যাচাই-বাছাই তালিকা প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ খবর