সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অন্য খবর

৭০ বছর পর প্রেমপত্র ফেরত

কিম রোয়ি তার চিলেকোঠার ঘর পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেলেন অনেক চিঠি, যেগুলো ১৯৪৮ এবং ১৯৪৯ সালের মাঝামাঝি লেখা হয়েছে। চিঠিগুলোর প্রাপক এবং প্রেরক কেন্টে থাকা নরমা হল এবং ব্রিটিশ সেনাবাহিনীতে দেশের বাইরে কাজ করা বব বিয়াসলে।  কিম বলছিলেন আমার মা ২০ বছর আগে যখন আলদেরশটে থাকতেন তখন তার এক প্রতিবেশী তার চিলেকোঠার ঘরে এ চিঠিগুলো পান এবং আবিষ্কার করেন সেগুলো প্রেমপত্র। মায়ের মন আর সেগুলো রাস্তায় ময়লা ফেলার জায়গায় ফেলে দিতে সায় দিল না।’ এ বছর আবার যখন চিঠিগুলো কিমের দৃষ্টিগোচর হয় তখন তিনি ভাবলেন এ চিঠির মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে, আর সেটা করতে হবে এখনিই যাতে দেরি হয়ে না যায়। এরপর সেই চিঠির দু-একটি ফেসবুকে পোস্ট করেন। আর বন্ধুদের উদ্দেশে লেখেন, ‘চিঠির মালিকদের খোঁজার দায়িত্ব আপনাদের। তাতেই কাজ হলো। চিঠির প্রেরক নরমা হল এখনো বেঁচে আছেন। বব বেঁচে নেই। সেই চিঠিগুলো পেয়ে খুশি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর