মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
২৭ সেপ্টেম্বর সম্মুখযুদ্ধ!

জাতিসংঘে একই দিনে বক্তৃতা করবেন মোদি-ইমরান

জাতিসংঘে একই দিনে বক্তৃতা করবেন মোদি-ইমরান

একই দিনে, কিছুটা সময়ের ব্যবধানে, জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠবেন নরেন্দ্র মোদি এবং ইমরান খান। কাশ্মীর নিয়ে গত এক মাস ধরে চলা কূটনৈতিক টানাপড়েন এবং বাকযুদ্ধের মধ্যে এ ‘মুখোমুখি যুদ্ধের’ আয়োজন! আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রথমে ভাষণ দেবেন মোদি। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিশ্বনেতাদের সামনে এই প্রথম মোদির ভাষণ। মোদির পরেই বক্তব্য রাখবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও কোনো কোনো সূত্রের দাবি, নরেন্দ্র মোদি না ইমরান খান কে আগে ভাষণ দেবেন, তা এখনো স্থির করা হয়নি। তবে গত মাসের গোড়ায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করার পর এই প্রথম জাতিসংঘের মঞ্চে এ দুই নেতা। স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। কাশ্মীর ইস্যুতে একদিকে মোদি যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন। অন্যদিকে ইমরান খানও এ নিয়ে সরব হয়েছেন। এ ইস্যুতে গত এক মাসে বারবারই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন তিনি।

সর্বশেষ খবর