মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনআরসির বিরুদ্ধে সরাসরি মাঠে নামছেন মমতা

এনআরসির বিরুদ্ধে সরাসরি মাঠে নামছেন মমতা

আসামে জাতীয় নাগরিকপঞ্জিকরণের (এনআরসি) প্রতিবাদে ইতিমধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী শিবিরগুলো একাট্টা হয়েছে। আর এর মধ্যে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন। অধিবেশন থেকেই এনআরসি প্রশ্নে বিজেপি বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তার এ বিরোধিতার ক্ষেত্র শুধু আনুষ্ঠানিক নয়, দলকে রাস্তায় নামিয়ে এনআরসি প্রতিবাদে শামিল করতে চাইছেন। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মমতা। বিগত লোকসভা ভোটের পর এই প্রথম সরাসরি বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামতে চলেছেন মমতা। গত লোকসভা নির্বাচনের আগে  বিজেপিবিরোধী ঐক্য গঠনে অগ্রণী ভ‚মিকা নিয়েছিলেন মমতা। এ জন্য ব্রিগেড প্যারেড ময়দানে কংগ্রেসসহ দেশের বিভিন্ন আঞ্চলিক দলকে একমঞ্চে হাজির করেছিলেন তিনি। তবে সেই ঐক্যপ্রচেষ্টা অবশ্য সফল হয়নি। কিন্তু বিজেপিবিরোধী সংগ্রামে তার অবস্থানে অটল মমতা এবার এনআরসিকে অস্ত্র করেছেন।

সর্বশেষ খবর