মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অন্য খবর

তরুণীর ২ হাজার বছরের পুরনো কবরে ‘স্মার্টফোন’

তরুণীর ২ হাজার বছরের পুরনো কবরে ‘স্মার্টফোন’

রাশিয়ার দুই হাজার বছরের বেশি পুরনো কবর থেকে পাওয়া গেল একটি ‘স্মার্টফোন’। রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের জলাধারের নিচে এক তরুণীর পুরনো কবরে পাওয়া গেছে এই ‘স্মার্টফোন’টি। রাশিয়ার সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছের আলা জলাধার  থেকে পানি সরিয়ে দেওয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান মেলে কয়েকটি প্রাচীন কবরের। তবে এত পুরনো কবরে কীভাবে একটি স্মার্টফোন পাওয়া গেল, তার উত্তর মেলেনি। বিশেষজ্ঞদের দাবি, কবরটি ২ হাজার ১৩৭ বছর আগে জিওনগু শাসন আমলের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারের তরুণীর। কবরটি খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের। আইফোনের মতো দেখতে বস্তটি আদতে তার পোশাকে সেটে রাখা হয়েছিল। ‘স্মার্টফোন’টি কালো রত্ন-পাথরের খচিত। দামি পাথরগুলো সারিবদ্ধভাবে বসানো হয়েছিল। প্রত্নতাত্ত্বিক ড. পাভেল লিওস বলেন, ‘নাতাশার কবরটি হুনু-যুগের (জিওনগু)। সেখানে ‘আইফোন’ পাওয়ায় ব্যাপারটি এখন সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে।’

সর্বশেষ খবর