মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমেরিকাকে তালেবানের হুমকি

আফগানিস্তানের তালেবান বলছে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আমেরিকার ক্ষতি হবে সবেচেয়ে বেশি। এক বিবৃতিতে তালেবান বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত শান্তি আলোচনায় সবকিছুই ঠিকমতো চলছিল। কিন্তু হঠাৎ করেই এই উদ্যোগ ভেস্তে দিয়েছে আমেরিকা। আর এ কারণে আমেরিকানদের আরও বেশি জীবনহানি ঘটবে। তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। তাদের শান্তিবিরোধী অবস্থান বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাদের জীবন এবং সম্পদের ক্ষতি বৃদ্ধি পাবে। শনিবার আফগানিস্তানে তালেবানের আক্রমণে একজন মার্কিন সৈন্য নিহত হওয়ার পর সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে  বেরিয়ে আসার বিষয়টি পরিপক্বতা এবং অভিজ্ঞতার অভাবে হয়েছে। এদিকে আফগান সরকার তালেবানকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর এ আলোচনা হতে পারে। গত সপ্তাহে এক মার্কিন কর্মকর্তা ‘নীতিগতভাবে’ শান্তি চুক্তির ঘোষণা দেন। কিন্তু শেষ মুহ‚র্তে এসে তা বাতিল করে দিলেন ট্রাম্প।

সর্বশেষ খবর