শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থীরা

যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২০

স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্কে ডেমোক্র্যাটিক প্রার্থীরা

আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখন চলছে প্রার্থী বাছাইয়ের পালা। ক্ষমতাসীন রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পাচ্ছেন এটা অনেকটা নিশ্চিত। তবে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে কোনো প্রার্থী নিশ্চিত হয়নি। দলটি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রায় ২০ জন নেতা। গতকাল দলটির প্রার্থীদের মধ্যে বিতর্ক হয়েছে। এটা তৃতীয় বিতর্ক। এতে অংশ নিয়েছেন দলটির সামনের সারির নেতা জো বাইডেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলিজাবেথ ওয়ারেন এবং বার্নি স্যান্ডার্স। টেক্সাসের হিউস্টনে এই বিতর্ক হয়েছে মূলত স্বাস্থ্যসেবা নিয়ে। এই বিতর্কে প্রথমবারের মতো তিনজন প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী একসঙ্গে মঞ্চে এলেন। স্যান্ডার্সের নির্বাচিত হলে সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনা, ‘মেডিকেয়ার ফর অল’ ঘোষণা করবেন বলে জানান। কিন্তু বাইডেনের প্রকল্পের বিরোধিতা করেন। তবে নারী প্রার্থী ওয়ারেন ব্যবস্থাটির পক্ষে ছিলেন।

সর্বশেষ খবর