শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কোনো আশা দেখছে না ইইউ

ব্রেক্সিট চুক্তি

এক মাসের মধ্যে ব্রিটেনের সঙ্গে সমঝোতার কোনো আশা দেখছেন না ইইউ মধ্যস্থতাকারী বার্নিয়ে। মঙ্গলবার ব্রিটেনের সুপ্রিম কোর্টের রায়ের ওপর ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ভর করতে পারে। বার্নিয়ে বলছেন, ব্রেক্সিট চুক্তির প্রশ্নে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শেষ লগ্নে  বোঝাপড়ার সম্ভাবনার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ব্রিটিশ সরকার আইরিশ সীমান্তে ব্যাকস্টপ ব্যবস্থার কোনো স্পষ্ট ও গ্রহণযোগ্য বিকল্প পেশ করেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ক্ষেত্রে কোনো অগ্রগতির লক্ষণও দেখা যাচ্ছে না। ইউরোপীয় কর্মকর্তারা এ ক্ষেত্রে ব্রিটিশ সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করছেন। ব্রিটেন ‘লোক দেখানো’ আলোচনার ভান করছে বলে তারা অভিযোগ করছেন। বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা ব্যাকস্টপ ছাড়া ব্রেক্সিট চুক্তি মেনে নেবেন না। উপযুক্ত কারণ থাকলে পার্লামেন্ট অবশ্য ব্রেক্সিটের সময়সীমার আবেদন বিবেচনা করতে প্রস্তুত। এই অবস্থায় ইইউর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে বলেছেন, আগামী ১৭ ও ১৮ অক্টোবর ইইউ শীর্ষ সম্মেলনের আগে বোঝাপড়া সম্পর্কে আশাবাদের কোনো কারণ নেই। তার মতে, ব্রিটিশ সংসদ চুক্তিহীন ব্রেক্সিট এড়াতে আইন প্রণয়ন করলেও তা কার্যকর হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তির পূর্বশর্তও তুলে ধরেন বার্নিয়ে। ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতির জটিলতা গোটা প্রক্রিয়াটিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সরকার সংসদ মুলতবি রেখেছে। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে একাধিক আদালতে সংঘাত চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর