সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রভাব পড়বে বিশ্বজুড়েই

সৌদি তেল শোধনাগারে হামলা

প্রভাব পড়বে বিশ্বজুড়েই

সৌদি আরবের তেল কারখানায় সন্ত্রাসবাদী হামলার ফলে সারা বিশ্বের তেল রপ্তানিতে বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর দুটি স্থাপনায় শনিবার ড্রোন হামলার পরদিনই তেল ও গ্যাসের উৎপাদনও কমেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, হামলার কারণে দিনে অপরিশোধিত তেলের উৎপাদন ৫৭ লাখ ব্যারেল কমেছে, যা সৌদির মোট উৎপাদনের প্রায় অর্ধেক। আরামকো সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগার। এখান থেকে পরিশোধিত তেল পারস্য উপসাগর ও লোহিত সাগরের বিভিন্ন বন্দরের মাধ্যমে সারা বিশ্বে পাড়ি দেয়। প্রতি দিন গড়ে প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিশোধন করে এই কেন্দ্র। আরামকোয় এই হামলার ফলে সারা বিশ্বে রোজ যে পরিমাণ তেল সৌদি রপ্তানি করে তার পাঁচ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। এর ফলে বিশ্বজুড়েই তেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবারের ওই হামলার দায় স্বীকার করেছে হুতি জঙ্গিগোষ্ঠী। তবে এই হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের। এর আগে একবার ২০০৬ সালে আরামকোকে নিশানা করেছিল আল কায়দার আত্মঘাতী জঙ্গিরা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। হুতিরা হামলার দায় স্বীকার করলেও মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও হামলার জন্য ইরানের দিকে আঙ্গুল তুলেছেন। ‘ইয়েমেনের দিক থেকে হামলার কোনো প্রমাণ মেলেনি’, টুইটারে লিখেছেন তিনি। বিষয়টি নিয়ে ভীষণই উদ্বিগ্ন সৌদির রাজপুত্র বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে তিনি এ বিষয়ে কথাও বলেছেন। ট্রাম্পের কাছে এই সন্ত্রাসবাদী আগ্রাসন মোকাবিলার ইচ্ছা প্রকাশ করেছেন বিন সালমান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর