সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নিলামে উঠছে মোদির উপহার

নিলামে উঠছে মোদির উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছরছয়েক ধরে দেশটি শাসন করছেন। এ সময় প্রচুর উপহার পেয়েছেন এই ডাকসাইটে প্রধানমন্ত্রী। আর গত এক বছরে চাদর থেকে শুরু করে চিত্রকর্ম, নানা উপহার পেয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ২ হাজার ৭০০ সামগ্রী এবার নিলামে তোলা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, গঙ্গা নদী পরিষ্কার করার যে প্রকল্প কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে, তাতে অর্থায়ন করার জন্যই মোদির পাওয়া এই উপহারগুলো নিলামে তোলা হচ্ছে। শনিবার থেকেই এই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে এই নিলামের উদ্বোধন করেছেন। অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত অনলাইনে চলবে এই নিলাম। অনলাইনের পাশাপাশি সরাসরি উপস্থিত হয়েও এসব উপহারসামগ্রী কিনে নিতে পারবেন আগ্রহী ক্রেতারা। তবে সে  ক্ষেত্রে সব উপহার কেনার সুযোগ পাবেন না তারা। প্রহ্লাদ সিং প্যাটেল জানিয়েছেন, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে ‘স্মৃতিচিহ্ন’ নামের এক প্রদর্শনীতে নিলামের জন্য ৫০০টির মতো উপহারসামগ্রী রাখা হবে। নিলামে তোলা উপহারসামগ্রীগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ রুপি। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে আড়াই লাখ রুপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি সাধারণ মানুষকে এই নিলামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর