সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হারতে পারে পাকিস্তান : ইমরান

ভারতের সঙ্গে যুদ্ধ

একাধিক বার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি আর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু গতকাল তিনি মন্তব্য করেছেন ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান হারতে পারে। হঠাৎই তার এই বোধোদয় দেখে অবাক আন্তর্জাতিক মহল। এদিন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, তিনি শান্তিপ্রিয় মানুষ। বরাবর যুদ্ধের ঘোরতর বিরোধী। তার দেশ কখনই প্রথমে পরমাণু যুদ্ধ শুরু করবে না। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। তার দাবি, যুদ্ধ একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম দেয়। ভিয়েতনামের ক্ষেত্রেও তাই দেখা গেছে। তাই ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তনের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইমরান খানের স্বীকারোক্তি, ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ বাধলে, তা গড়াবে পরমাণু যুদ্ধের ভয়াবহতায়। তবে পাকিস্তানের সামনে দুটি রাস্তা খোলা থাকবে। এক, আত্মসমর্পণ করা, দুই, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া। পাকিস্তানিরা দ্বিতীয় পথটাই বেছে নেবে। কাশ্মীর ইস্যুতে ফের একবার ভারতকে দোষারোপ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের তিক্ততার জন্য দায়ী ভারত।

 

 

সর্বশেষ খবর