সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
হিন্দিকে জাতীয় ভাষা

তোপে অমিত শাহ

ভারতে হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলে তোপের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিন্ন ভাষাভাষীর মানুষ। ভারতে ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেখানে বিভিন্ন ভাষাভাষীর ছড়াছড়ি। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলা ভাষার ব্যবহার বেশি। তামিলনাড়ুতে তামিল, কর্ণাটকে কন্নড়, গুজরাটে গুজরাটি ভাষা ব্যবহার করা হয়। ভারতের ২০১১ সালের সবশেষ জনগণনায় বলা হয়েছে, ১০ জন মানুষের মধ্যে ছয়জনের মাতৃভাষা হিন্দি নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর