মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর স্বাভাবিক করতে আদালতের নির্দেশ

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত দেশটির সরকারের উদ্দেশে বলেছে, ‘জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করুন।’ জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সরকারের প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করে আদালত। গতকাল প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ বলে, ‘আমরা জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নিতে নির্দেশনা দিচ্ছি। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট উপায়ে পরিস্থিতি আগের অবস্থায় ফেরানো হোক, এমনটাই চাইছি আমরা।’ কাশ্মীরের নিষেধাজ্ঞাগুলোর নিষ্পত্তি সেখানকার হাই কোর্টের মাধ্যমে করা যেতে পারে বলেও বিচারকরা মন্তব্য করেছেন। বিধিনিষেধ চলাকালে উপত্যকাটিতে কোনো প্রাণহানি হয়নি বলে দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, ‘কাশ্মীরে একটি গুলিও চালানো হয়নি, সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’ ৯৩ থানা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে তুষার মেহতা বলেন, লাদাখে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই। রাজ্যজুড়ে হাসপাতালের বহির্বিভাগ (ওপিডি), মেডিকেল শপ ও পাবলিক ডিস্ট্রিবিউশন শপগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফারুক আবদুল্লাহ গ্রেফতার : ভারতের বিতর্কিত জননিরাপত্তা আইনে অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজ্যসভার সদস্য ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ফারুক ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে গৃহবন্দী ছিলেন। তার বন্দীদশা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে সে-সংক্রান্ত কারণ দর্শনোর নোটিস দেওয়ার কিছু সময়ের মাথায় তাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হলো। বিতর্কিত এ আইনে কোনো ব্যক্তিকে অভিযোগ গঠন ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে আটকে রাখা যায়। পরিস্থিতি দেখতে কাশ্মীরে যাওয়ার ঘোষণা প্রধান বিচারপতির: জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে মুক্তির প্রশ্নে ভারতের কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিস পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এ চিঠি পাঠানোর আগেই অবশ্য ফারুক আবদুল্লাহকে গতকাল গ্রেফতার করা হয়েছে।

এ অবস্থায় কাশ্মীরের অবস্থা কী তা দেখতে সেখানে সফরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

 

 

সর্বশেষ খবর