মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

উত্তাল হংকং, সংঘর্ষ

হংকংকে কোনোভাবেই শান্ত করতে পারছে না অঞ্চলটির প্রশাসন। বির্তকিত প্রত্যার্পণ চুক্তি ঘোষণার পর চীনের অধীনে থাকা অর্থনীতিতে সমৃদ্ধ হংকংয়ে আন্দোলন দানা বাঁধে। সেই বিল প্রত্যাহারেও  ঘোষণা দিয়েছেন হংকংয়ের শাসক কেরি লাম। কিন্তু তার পরেও আন্দোলন থামছে না।

সেই আন্দোলন এখন স্বাধীনতার জন্য আন্দোলনে রূপ নিয়েছে। গতকাল আন্দোলনরতদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও সরকারি ভবনগুলোর দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ জল-কামান ব্যবহার করে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আন্দোলনকারীরা একটি চীনা সেনাঘাঁটিতেও ইট ছুড়ে মারে। পরে আস্তে আস্তে পুরো শহরেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর আসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর