বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বৈঠকে বসছেন মোদি-মমতা

বৈঠকে বসছেন মোদি-মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় আড়াই বছর পর তাদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। আজ বিকালে দিল্লিতে এ বৈঠক হওয়ার কথা। গতকাল দিল্লিতে পৌঁছান মমতা।

রাজ্যের নাম বদলসহ একাধিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআই মুখ্যমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমি খুব কমই দিল্লি যাই। এবার যাচ্ছি পশ্চিমবঙ্গের জন্য বকেয়া অর্থের বিষয়ে কথা বলতে। আমি অবশ্য পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টিও তুলে ধরব।’ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদল করে ‘বাংলা’ রাখতে চায় মমতা সরকার। গতকাল ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সাতসকালেই টুইটে প্রধানমন্ত্রী মোদিকে শুভেচ্ছা জানান মমতা। গতকাল দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন, ‘সরকারি ব্যাংকগুলোকে একছাতার তলায় আনা, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, রেলের মতো যেসব বিষয় নিয়ে সমস্যা রয়েছে, সেগুলোতেও আলোচনা হবে। লোকসভা নির্বাচনের পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। ২০১৮-এ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে শেষবার মুখোমুখি হয়েছিলেন মোদি ও মমতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর