শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে শান্তি সংলাপ আয়োজন লামের

আগামী সপ্তাহ থেকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংলাপে বসার ঘোষণা দিয়েছেন চীন নিয়ন্ত্রিত হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। গতকাল এ ঘোষণা দিয়ে ফের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি, পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণ অবাধ করতে সংলাপপর্ব যতটা সম্ভব উন্মুক্ত রাখার আশ্বাসও দিয়েছেন। তিন মাসেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হংকং। জনসাধারণের ক্ষোভ শান্ত করতে নগরীটির প্রধান নির্বাহীকে চাপে রেখেছে বেইজিং। বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখণ্ডে  পাঠানোর সুযোগ রেখে আইনের সংশোধনে আনা একটি বিলকে  কেন্দ্র করে টানা তিন মাসেরও বেশি সময় ধরে হংকংয়ে সহিংস প্রতিবাদ চলছে।

সর্বশেষ খবর