Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৩০

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের অধিবেশন। এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে একটা আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছিল। এই উদ্যোগের পিছনে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রোঁ। তবে সেই সম্ভাবনার ইতি টানলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের ‘কোনো লেভেলেই’ আলোচনা হবে না। এ ছাড়া, তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তাও ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। গতকাল আলেমদের উচ্চতর ডিগ্রি অর্জনের ক্লাস নিতে গিয়ে ওই কথা বলেন।

, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার অর্থ হবে ওয়াশিংটনের অযৌক্তিক চাপ প্রয়োগের কাছে আত্মসমর্পণ করা। তিনি বলেন, আলোচনায় বসলে ওয়াশিংটন তার দাবি-দাওয়া ইরানের ওপর চাপিয়ে দেবে; এ ছাড়া, আমেরিকা বলে বেড়াবে  তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে কাজ হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা বলেন, ‘ঠিক এ কারণেই ইরানি কর্মকর্তারা- সে প্রেসিডেন্ট হোন অথবা পররাষ্ট্রমন্ত্রী- আমেরিকার সঙ্গে আলোচনার ব্যাপারে তাদের বিরোধিতা ঘোষণা করেছেন। আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় কোনো ধরনের আলোচনা  প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী- কোনে লেভেলেই হবে না।’

তবে আলোচনার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেননি আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন, ‘আমেরিকা ২০১৫ সালে স্বাক্ষরিত যে পরমাণু সমঝোতা থেকে গত বছর বেরিয়ে গেছে অনুশোচনা প্রকাশ করে তাতে যদি সে ফিরে আসে তাহলে ওই সমঝোতার গঠন কাঠামোর আওতায় ওয়াশিংটনের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় বসবে  তেহরান। এর অন্যথায় নিউইয়র্ক বা অন্য কোথাও কোনো মার্কিন কর্মকর্তারা সঙ্গে ইরানের কোনো কর্মকর্তা আলোচনায় বসবেন না।’


আপনার মন্তব্য