বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অস্তিত্ব টেকাতে মরিয়া নেতানিয়াহু

অস্তিত্ব টেকাতে মরিয়া নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনের ফলাফল এখনো প্রকাশিত না হলেও সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বড় ধাক্কা খেয়েছেন। সরকার গড়তে ব্যর্থ হলে দুর্নীতির অভিযোগে তাকে শান্তি ভোগ করতে হতে পারে। ইসরায়েলে মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইতিমধ্যে ৯২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত গণনাকৃত ভোট অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে দুই বড় দলই ৩২টি করে আসন পেতে যাচ্ছে। দল দুটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইহুদিবাদী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি। এক দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন বেনিয়ামিন ‘বিবি’  নেতানিয়াহু। এই সময় চরম বিতর্কিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এ নেতা। আবার ক্ষমতায় আসতে যে কোন মূল্যে অন্যদলগুলোর সঙ্গে সমঝোতা করতে চান তিনি। তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনকেই হাতিয়ার করেছিলেন নেতানিয়াহু। গত এপ্রিল মাসে নির্বাচনে কোনোরকমে জিতে জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

সর্বশেষ খবর