বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদির ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ

বিমান প্রতিরক্ষায় পশ্চিমা সামরিক যন্ত্রপাতির পেছনে শত শত কোটি ডলার ব্যয় করেও কম দামি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদি আরব। শনিবার এ ধরনের স্বল্প খরচের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলায়ই দেশটির বিশাল তেল শিল্প আংশিক পঙ্গু হয়ে পড়েছে। এতে দেশটির দৈনিক তেল উৎপাদন কমে অর্ধেকেরও নিচে নেমে গেছে। যা গোটা বিশ্বে তেলের বাজার অস্থিতীশীল করবে বলে ধারণা করা হচ্ছে। সৌদির প্রধান বিমান প্রতিরক্ষা পদ্ধতিতে বহুদিন ধরেই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট পদ্ধতি মোতায়েন আছে। প্রধান প্রধান শহর ও স্থাপনাগুলো সুরক্ষার জন্যই সেগুলো মোতায়েন করা হয়েছে। কিন্তু ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তা ব্যর্থ।

সর্বশেষ খবর