শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আফগানিস্তানে ভুল হামলায় প্রাণ গেল ৩০ কৃষকের

আফগানিস্তানের নানগারহার প্রদেশে দেশটির নিরাপত্তাবাহিনীর ভুল হামলায় প্রাণ গেছে অন্তত ৩০ জন কৃষকের। মার্কিন নিরাপত্তাবাহিনীর সহায়তায় জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে ভুল টার্গেটে একটি কৃষি খামারে আঘাত হানে আফগান নিরাপত্তাবাহিনী। এতে ৩০ কৃষক নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া জাবুল প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবানের পৃথক একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরও ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে এক দিনে দেশটিতে পৃথক দুই হামলায় প্রাণ গেল ৫০ জনের। নানগারহার প্রদেশের খোগিয়ানি জেলার ওয়াজির ট্যাঙ্গির একটি কৃষি খামার ভুল টার্গেট হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের গোপন আস্তানায় হামলা চালাতে গিয়ে ভুলেই কৃষি ক্ষেত্রে হামলা হয়।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তথ্য নিশ্চিত করলেও হামলায় হতাহতের তথ্য জানাতে অস্বীকার করেছে। প্রাদেশিক কর্মকর্তা আয়াতুল্লাহ খোগিয়ানি বলেন, এ ঘটনায় সরকার তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর