শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাকিস্তানকে ইইউ

জঙ্গিরা কি চাঁদ থেকে এসেছে

ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিসার্ড চার্জনায়েস্কি ও ফুলভিও মার্তুসিয়েলো কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন জানিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টে বিশেষ বিতর্ক চলাকালে ভারতকে সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। একই অধিবেশনে জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানের নিন্দা জানান পার্লামেন্টের ওই দুই সদস্য। মঙ্গলবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে আয়োজিত বিতর্কে ইইউ পার্লামেন্ট এবং পোল্যান্ডের ইউরোপীয় রক্ষণশীল ও সংস্কারবাদী গ্রুপের সদস্য চার্জনায়েস্কি ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে অভিহিত করেছেন। ২০০৮ সালের পর দ্বিতীয়বার কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হলো ইউরোপিয়ন ইউনিয়নের পার্লামেন্টে।  ইউনিয়নের নেতা রিজার্ড কারনেকি বলেন, জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসবাদী হামলা হয়ে আসছে আমাদের সে বিষয়ে কথা বলা উচিত। জঙ্গিরা চাঁদ থেকে আসে না। জঙ্গিরা আসে পাশের দেশ থেকে। আমাদের সবার উচিত ভারতকে এ বিষয়ে সমর্থন করা।

সর্বশেষ খবর