শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরানকে ঠেকাতে জোট করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে নতুন জোট করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই জোটে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রিটেন এবং বাহরাইন সম্পৃক্ত হচ্ছে বলে জানিয়েছে। তবে ইরাক জানিয়েছে, তারা এতে যোগ দেবে না। তবে বেশির ভাগ ইউরোপীয় দেশ আঞ্চলিক উত্তেজনা  ডেকে আনার  ভয়ে জোট গঠন করতে নারাজ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে ইরান। ইরান জানিয়ে দিয়েছে, সৌদি বা যুক্তরাষ্ট্র থেকে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানো হবে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ট্রাম্প এ সংকটের শান্তিপূর্ণ সমাধান চান। গত সপ্তাহে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদির দাবি এ হামলার পিছনে ইরান জড়িত। ইরান এ অভিযোগ অস্বীকার করছে। তেল ক্ষেত্রে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা শুরু হয়েছে। এরপরেই মূলত ইরানকে কোণঠাসা করতে সেখানে নতুন মার্কিন জোট গড়ার তোড়জোড় শুরু করে যুক্তরাষ্ট্র যদিও সেই জোটে ইরানকেও সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ইরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্র বা সৌদি সামরিক হামলার বিরুদ্ধে যদি নিজেকে রক্ষা করতে হয় তবে ইসলামি প্রজাতন্ত্র একটুও ঘাবড়াবে না। তিনি বলেন, এ ধরনের যে কোনো হামলার বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ করা হবে।

সর্বশেষ খবর