শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

বাগানে বাগানে পচছে আপেল

বাগানে বাগানে পচছে আপেল

এখন ফসল সংগ্রহের সময়। অথচ উত্তর কাশ্মীরী শহর সোপোরের বাজার জনশূন্য। সাধারণত এই সময় বাজারটি লোকে লোকারণ্য থাকে। ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকাজুড়ে বাগানগুলো আপেলে ভরপুর। কিন্তু এবার আপেল বিক্রির সুযোগ না থাকায় তা পচে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম আপেল চাষকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম কাশ্মীর। ভারত সরকার রাজ্যের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলুপ্ত করার পরে কয়েক সপ্তাহব্যাপী অবরোধ আরোপ করেছিল। এতে বন্ধ হয়ে যায় পরিবহন ব্যবস্থা। ফলে বাগানেই পচে যাচ্ছে আপেল।

বলেছেন, এসব অস্থিতিশীলতা ফলচাষ শিল্পকে ধ্বংসের মুখে  ঠেলে দিয়েছে। মোদি এই পদক্ষেপটি ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে একীভূত করাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর একটি উপায় হিসেবে নিয়েছিলেন। তবে আপাতত তার সরকারের এই পদক্ষেপের প্রেক্ষাপটে  যে অস্থিরতা তৈরি হয়েছে তা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। ইন্ডিয়া টুডে

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর