শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানের সমাজকর্মী প্রাণভয়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে

পাকিস্তানের সমাজকর্মী প্রাণভয়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে

প্রাণনাশের হুমকি পাওয়ায় কয়েক মাস আত্মগোপনে থাকা পাকিস্তানের নারী সমাজকর্মী ৩৩ বছরের গুলালাই ইসমাইল যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বিবিসি জানায়, গুললাইয়ের বিরুদ্ধে ‘দেশদ্রোহ’ এবং ‘নৃশংসতায় উসকানি’ দেওয়ার কয়েকটি মামলা থাকা পাকিস্তান সরকার তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। তার পরও গোপনে শ্রীলঙ্কা হয়ে আমেরিকায় পালিয়ে যান তিনি।

কীভাবে দেশত্যাগ করলেন জানতে চাইলে তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘যারা আমাকে লুকিয়ে থাকতে এবং দেশ ছড়াতে সাহায্য করেছেন তাদের নিরাপত্তার খাতিরে আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। তবে এটুকু বলব, আমি কোনো বিমানবন্দর থেকে আকাশে উড়িনি। রেডিও ফ্রি ইউরোপকে তিনি বলেন, তিনি শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্র গেছেন। পাকিস্তানের নাগরিকদের শ্রীলঙ্কা যেতে ভিসা লাগে না। দেশত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘শেষ কয়েক মাস আমি ভয়ানক আতঙ্কের মধ্যে কাটিয়েছি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, হেনেস্তা করা হয়েছে। আমার ভাগ্য ভালো তাই এখনো বেঁচে আছি।’ গুলালাই পাকিস্তানে মেয়ে শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন। 

 

সর্বশেষ খবর