রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মোদি ও ইমরানের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

কাশ্মীর সংকট

মোদি ও ইমরানের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

ভারত কাশ্মীর থেকে বিশেষ সুবিধা কেড়ে নেওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্থিরতা চলছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। চলমান সংকটের মধ্যে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাল সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন। পরদিন মঙ্গলবার বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বৈরী দুই  দেশের নেতার সঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠেয় ওই বৈঠকে প্রাধান্য পাবে কাশ্মীর ইস্যু। পরপর দুই দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগেও কাশ্মীর ইস্যুতে ইমরান-মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে ট্রাম্পের এই দুই বৈঠকের খবর নিশ্চিত করেছেন।  মার্কিন প্রেসিডেন্টের ওই মুখপাত্র শুক্রবার জানান, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন ট্রাম্প। এএফপি।

 

সর্বশেষ খবর