সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিসিবিরোধী বিক্ষোভে উত্তাল মিসর

সিসিবিরোধী বিক্ষোভে উত্তাল মিসর

বিদ্রোহ-বিক্ষোভ দমন করে সেনাপ্রধান থেকে মিসরের ক্ষমতায় আসীন হন আব্দেল ফাত্তাহ আল-সিসি। পাঁচ বছর ধরে কড়া শাসনে দেশ চালাচ্ছেন সিসি। তবে হঠাৎ করেই সেই ‘লৌহ’ মানবের বিপক্ষে রাজপথে নেমেছে লাখো     মানুষ। তার পদত্যাগের দাবিতে মিসরে চলছে বিক্ষোভ। গত দুই দিন ধরে চলছে এই বিক্ষোভ। তবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দফায় দফায় তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্চ করছে। তবে সিসি এই মুহূর্তে দেশে নেই। তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেন সিসি। এরপর ২০১৩ সালে বিশেষ আইন করে  যে কোনো বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করে ক্ষমতাসীন সরকার। এরপর এবারই প্রথম কোনো সরকারবিরোধী আন্দোলনের সূচনা হলো। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মিসরের ক্ষমতাসীন সরকারের ওপর জনগণের অসন্তোষ ক্রমে বাড়ছে।

সর্বশেষ খবর