সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইউক্রেন নিয়ে বাগ্যুদ্ধে ট্রাম্প-বাইডেন

ইউক্রেন ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের হয়ে সাম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ নিয়েই এই বাগ্যুদ্ধ। ট্রাম্পের দাবি, ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ইউক্রেনের একটি গ্যাস কোম্পানির ব্যাপারে সে দেশের সরকার যে তদন্ত শুরু করে, তা বন্ধে বাইডেন চাপ প্রয়োগ করেন।  এ ঘটনায় বাইডেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ট্রাম্প আগেও তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু এবার তিনি সীমা লঙ্ঘন করেছেন।

 

সর্বশেষ খবর