মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিরল সংবর্ধনায় একে অন্যের প্রশংসায় মোদি ও ট্রাম্প

বিরল সংবর্ধনায় একে অন্যের প্রশংসায় মোদি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউসটন। সেখানকার এনআরজি স্টেডিয়ামে বিদেশি একজন রাষ্ট্রনেতাকে এ যাবৎকালের সবচেয়ে বড় এমন অন্যতম এক অভ্যর্থনা দেওয়া হয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। তাদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে অন্যের ভূয়সী প্রশংসা করেছেন। রবিবার হিউসটনের ওই অনুষ্ঠানকে বিশাল এক ঐতিহাসিক অনুষ্ঠান বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প এবং মোদি উভয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিরলস লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গেরুয়া রঙ্গা পাগড়ি পরা ঢাকিদের ড্রামের তালে তালে গাঢ় রঙের স্যুট পরে ট্রাম্প এবং হলুদ কুর্তা পরা মোদি ৫০ হাজার জনতার সামনে মঞ্চে প্রবেশ করেন। ‘শেয়ারড ড্রিমস, শেয়ারড ফিউচার’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে হাজির হন তারা। এ সময় অনেকেই হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির গেরুয়া রঙের পোশাক পরে এসেছিলেন।

এ সময় মোদির প্রশংসায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম মহৎ, সবচেয়ে একনিষ্ঠ এবং সবচেয়ে অনুগত ভারতের প্রধানমন্ত্রী মোদিকে এখানে টেক্সাসে পেয়ে আমি খুবই শিহরিত। অন্যদিকে ট্রাম্পের প্রশংসায় মোদি বলেন, হোয়াইট হাউসে ভারতের রয়েছেন একজন ‘সত্যিকার বন্ধু’। তিনি এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাণবন্ত, বন্ধুত্বপূর্ণ, অবারিত, অনলস ও বুদ্ধিতে পূর্ণ ব্যক্তি বলে অভিহিত করেন। মোদি বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে কমান্ডার ইন চিফ, বোর্ড রুম থেকে ওভাল অফিস, স্টুডিও থেকে বৈশ্বিক মঞ্চ- সর্বত্রই রয়েছে তার (ট্রাম্প) স্থায়ী প্রভাব। অনুষ্ঠানটিকে মোদি এবং ট্রাম্প উভয়ের জন্যই বিজয়ী-বিজয়ী হিসেবে দেখা হচ্ছে। তবে অনুষ্ঠানে শুধু ট্রাম্পকে নয়, টেক্সাস ইন্ডিয়া ফোরাম নামের আয়োজক সংগঠনটি কয়েকজন বিশিষ্ট ডেমোক্র্যাটকেও আমন্ত্রণ জানায়। হাউস অব রিপ্রেজেনটেটিভসের দ্বিতীয় শীর্ষ ডেমোক্র্যাট স্টেনি হোয়ার বলেন, উভয় প্রধান মার্কিন রাজনৈতিক দল ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়।

সর্বশেষ খবর