মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি আতঙ্ক বাড়ছে

দীপক দেবনাথ, কলকাতা

যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আতঙ্ক ততই সাধারণ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। এই আতঙ্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। গত শুক্রবার রাজ্যটির জলপাইগুড়িতে অন্নদা রায় (৩৮) ও দক্ষিণ দিনাজপুরে মন্টু সরকার (৫২) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। পরদিন শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে হৃদরোগে মৃত্যু হয় মন্টু ম-লের (৩৬)। ওই দিনই বসিরহাটের বাসিন্দা মোমিনা বেওয়া (৫৫) নামে এক নারীরও মৃত্যু হয়। প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর নেপথ্য কারণ একটাই- নাগরিকপঞ্জি আতঙ্ক। মৃতের পরিবারের সদস্যরাও অভিযোগ করেছেন তাদের পরিবারের মৃত সদস্যরা হয় রেশন কার্ড সংশোধন করতে গিয়ে নয়তো দলিল সম্পর্কিত সমস্যায় আতঙ্কগ্রস্ত ছিলেন। নাগরিকপঞ্জির প্রতিবাদে কয়েকদিন আগেই রাজপথে নেমেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

সর্বশেষ খবর