বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মোদির পুরস্কার ঘিরে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গ্লোবাল গোলকিপারস গোলস অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিবিসি জানায়, গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নরেন্দ্র মোদির হাতে এ পুরস্কারটি তুলে দেওয়ার কথা। কিন্তু তার আগেই বিষয়টি প্রকাশ হয়ে যায়। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই সম্মানসূচক পুরস্কারটি দেয়। ভারতে উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে সফল বিবেচনায় নরেন্দ্র মোদিকে এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। জাতিসংঘের ৭৪তম অধিবেশন উপলক্ষে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ২ সেপ্টেম্বর এক টুইটে নরেন্দ্র মোদি পুরস্কৃত হওয়ার কথা জানান। ওই টুইটের পর থেকেই এই পুরস্কারের বিরোধিতা করে এক লাখের বেশি মানুষ পিটিশনে সই দেন। নোবেলজয়ীদের মধ্যে অন্তত তিনজন দ্বিমত পোষণ করেছেন এই পুরস্কার নিয়ে।

সর্বশেষ খবর