বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ এক দিনেই নিহত ২৭

ইন্দোনেশিয়ার বিক্ষুব্ধ অঞ্চল পশ্চিম পাপুয়ায় চলমান বিক্ষোভের এক দিনেই অন্তত ২৭ জন নিহত হয়েছে। বিক্ষোভের সময় কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর কারণে মৃতের সংখ্যা বেড়েছে। বর্ণবাদী মন্তব্যের জের ধরে কয়েকদিন ধরে উত্তপ্ত পাপুয়া অঞ্চল। সোমবার তা জঠিল আকার ধারণ করে। নিহতের সংখ্যা আরও আড়তে পারে বলে আশঙ্কা করছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। সহিংসতার জন্য বিভিন্ন স্কুলশিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকে দায়ী করেছে তারা। গত মাসে সুরাবায়ায় স্বাধীনতা দিবসের আয়োজনে পাপুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার পতাকা নষ্টের অভিযোগ তোলে একটি জাতীয়তাবাদী গ্রুপ। ওই গ্রুপটি শিক্ষার্থীদের ‘বানর’, ‘শূকর’  ও ‘কুকুর’ বলে অভিহিত করলে বিক্ষোভ শুরু হয়। এরপর সাম্প্রতিক সহিংসতার ঘটনা ঘটল। সোমবার ওয়ামেনায় নিহত হয়েছে অন্তত ২৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন জ্বলন্ত ভবনে আটকাপড়ে মারা যান। এ ছাড়া প্রাদেশিক রাজধানী জয়াপুরায় পৃথক ঘটনায় আরও চার ব্যক্তি নিহত হয়।

সর্বশেষ খবর