বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিসরে বিক্ষোভ চলছেই আটক ৫ শতাধিক

মিসরে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। দেশটিতে এই বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত পাঁচশতাধিক মানুষকে আটক করা হয়েছে। সোমবার স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো এ দাবি করেছে। সিসিকে স্বৈরশাসক দাবি করে তার পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই মিসরে চলছে বিক্ষোভ। রাজধানী কায়রো ছাড়াও আরও কয়েকটি শহরে এই বিক্ষোভ হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চলমান বিক্ষোভের কারণে পাঁচশতাধিক মানুষকে আটক করা হয়েছে। সামনের দিনগুলোতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু সরকারের পক্ষে থেকে গ্রেফতারকৃতদের সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

সর্বশেষ খবর