বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান-ভারতে ভূমিকম্প, আহত ৫০

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহর। স্থানীয় সময় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এই কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পে প্রাথমিকভাবে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্ডিয়া টুডে বলছে, গতকাল বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তান কেঁপে উঠেছে। রাজধানী নয়াদিল্লি, চন্ডি গড়, কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুন-খাওয়া অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরের ঝেলুমে।

সর্বশেষ খবর