বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

আম চুরির দায়ে...

ভারতীয় এক বিমানবন্দর কর্মীকে আম চুরির দায়ে সংযুক্ত আরব আমিরাত ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির আদালত। দুই বছর আগের এ ঘটনায় সোমবার ওই ব্যক্তির বিরুদ্ধে মামলার রায় দিয়েছে আমিরাতের আদালত। রায়ে তাকে চুরির জন্য ৫ হাজার দিরহাম জরিমানার পাশাপাশি আমিরাত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। খবর খালিজ টাইমসের।

২০১৭ সালের ১১ আগস্ট  চুরির ঘটনা ঘটে। ওই আমের দাম ছিল ৬ দিরহাম। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩-এ কাজ করতেন। ভ্রমণকারীদের লাগেজ কনটেইনার থেকে কনভেয়ার বেল্টে লোড করার বিষয়টি তার দায়িত্বের মধ্যে ছিল। তৃষ্ণার্ত হয়ে পড়ায় তিনি এ কাজটি করেছিলেন।

২০১৭ সালের ১১ আগস্ট একটি ফলের বাক্স থেকে আম চুরি করেছিলেন। ভারতে পাঠানোর জন্য বাক্সগুলো রাখা হয়েছিল বলে জানা যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর