বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২৩, আহত তিন শতাধিক

পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিকম্পে অন্তত ২৩ জন নিহত ও আহত হয়েছেন তিন শতাধিক। গতকাল বিকালে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে  কেঁপে ওঠে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভূমিকম্পের উৎস পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মিরপুর শহরের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, উত্তর-পূর্বাঞ্চলীয় ঝেলাম নগরীর ১৪ মাইল উত্তরে পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের সীমান্ত রেখা বরাবর ভূমিকম্পটি আঘাত হানে। ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, মুলতানসহ আরও বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে কাশ্মীরের মিরপুরেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-ছবিতে মিরপুরে ভেঙে পড়া ভবন এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল  দেখা গেছে।

সর্বশেষ খবর