শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চুক্তিতে ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান

চুক্তিতে ফিরলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনা প্রশমনে সমঝোতায় রাজি হয়েছে তেহরান। তবে তাদের শর্ত সেজন্য যুক্তরাষ্ট্রকে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিতে ফিরে আসতে হবে। বুধবার ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে এবং ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তাহলে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালের জুনে ভিয়েনায় ইরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তেহরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে গত বছর তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন।

 

 

সর্বশেষ খবর