শিরোনাম
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব

জাতিসংঘে সাধারণ অধিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক বৈঠক। কিন্তু সেই বৈঠকেও প্রকাশ পেল ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য শেষে এবং তিনি বৈঠক থেকে চলে যাওয়ার পরে এতে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারত এটাকে পাকিস্তানের ‘হাইভোল্টেজ’ নাটক হিসেবে আখ্যায়িত করছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত যোগ দিতে অস্বীকৃতি জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভারত সরকারের সূত্রগুলো বলছেন, এর মধ্য দিয়ে পাকিস্তান তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী কুরেশিকে ছাড়াই শুরু হয় বৈঠক। কেন কুরেশি ওই সময়টাতে বৈঠক বর্জন করেছিলেন? এর জবাবে পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, কাশ্মীর পরিস্থিতির জন্য ওই বর্জন। জি নিউজ লিখেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য শেষ হওয়ার পর এবং তিনি চলে যাওয়ার পরেই বৈঠককক্ষে প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি। কুরেশি বৈঠকে দাবি করেন তার দেশ সার্কের প্রতি অনুগত। রাজধানী ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন করতে চায় পাকিস্তান। এর পরেই এস জয়শঙ্কর টুইট করেন। তাতে তিনি বলেন, ফলপ্রসূ সহযোগিতার জন্য শুধু সব রকম সন্ত্রাস নির্মূলই পূর্বশর্ত নয়। একই সঙ্গে তা এ অঞ্চলে আমাদের সবার টিকে থাকার জন্য প্রয়োজন।

 

সর্বশেষ খবর