শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনআরসি ইস্যুতে কলকাতা যাচ্ছেন অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

এনআরসি ইস্যুতে কলকাতা যাচ্ছেন অমিত শাহ

বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ১০টা! নিউমার্কেটে কলকাতা মিউনিসিপ্যাল কাপোরেশনের সদর দফতরে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাবিনা বিনি ও তার সাত বছরের মেয়ে হেনা খাতুন। সকাল ছয়টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন মেয়ের জন্মের সনদ নিতে। তপসিয়া থেকে নিতাই ভট্টাচার্য এসেছেন ছেলের জন্মের সনদের ভুল সংশোধন করাতে। সাবিনা কিংবা নিতাইয়ের মতো এরকম শতাধিক মানুষ গত কয়েক দিন ধরে কলকাতা করপোরেশনের মতোই রাজ্যটির প্রতিটি পুরসভা, করপোরেশন, বিডিও অফিসগুলোতে। তার একটাই কারণ এদের সবাইকেই তাড়া করে বেড়াচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আতঙ্ক।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবারই বলছেন যে তাঁর সরকার কোনোভাবেই এ রাজ্যে এনআরসি চালু করতে দেবে না। কিন্তু এমন পরিস্থিতিতেই আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওইদিন কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এনআরসি ও নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন অমিত শাহ।

সর্বশেষ খবর