শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

আফগানিস্তানে আজ প্রেসিডেন্ট নির্বাচন

সব শঙ্কা কাটিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ হচ্ছে সেই হাইভোল্টেজ নির্বাচন। এই নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দেশজুড়ে মোতায়েন থাকছে ৩ লাখ নিরাপত্তা কর্মী। থাকছে ১ লাখ পর্যবেক্ষক। আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আবদুল্লাহ আবদুল্লাহর কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আবদুল্লাহ আবদুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন। এদিকে তালেবান এই নির্বাচন বর্জন করেছে। তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতেও নিষেধ করেছে।

সর্বশেষ খবর